বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

549

Published on ডিসেম্বর 12, 2022
  • Details Image

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শীহদ বুদ্ধিজীবি দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি উপলক্ষে সোমবার বেলা ১২টায় বরিশাল ক্লাব মিলনায়াতনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। 

সভাপতির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল সফল করতে দলীয় নেতা কর্মিদের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের মাসে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনেক গুরুত্ব বহন করে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর দিনগুলোতে দেশ ও জাতীর কল্যাণে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক’রা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত