মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

655

Published on ডিসেম্বর 12, 2022
  • Details Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা অচিরেই পস্তাবে। তাদের পদত্যাগের কারণে সংসদ অচল হবে না।’ রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমলে তাদের নেতা-কর্মীদের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়নও হয়েছে।’ 

তিনি বলেন, ‘দেশের মানুষ কয়েকদিন লোডশেডিং এ ভোগান্তি পোহালেও এখন কোনো লোডশেডিং নেই। দেশের রিজার্ভ কমে গিয়েছিল। বর্তমানে আমাদের ৫ মাসের আমদানির রিজার্ভ রয়েছে। আগামী বছরের ডিসেম্বর কিম্বা জানুয়ারিতে আসল খেলা হবে। তখন খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে।’

 

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সম্মেলন সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য গোলাম মহীউদ্দীনকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত