557
Published on ডিসেম্বর 7, 2022শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪ তম জন্ম দিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও হতদরিদ্র ও গরীব অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্র বিতরণ করা হয়।
আজ সকালে কালিয়াকৈর উপজেলা মৌচাক এলাকায় গাজীপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে ভাসমান, ভবঘুরে ও ছিন্নমূল অসহায় নারী পুরুষ ও পথ শিশুদের মাঝে এই শীত বস্র বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজীপুর আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আলতাব হোসেন, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা শ্রমবিষয়ক সম্পাদক হিরু মিয়া, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, সহ আরো অনেকে । গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। এসময় সেলিম আজাদ বলেন অসহায় দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্য সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরন অভ্যাহত থাকবে ।