754
Published on ডিসেম্বর 3, 2022মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারী ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু সভাপতিত্ব করেন। এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এড. এবিএম রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন, শাহবুদ্দিন ফরাজী ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আব্দুল মজিদ ফটো, যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু ও সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।
সম্মেলন শেষে, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন জানান, আগামী ৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলারদের ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত করা হবে।