নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

742

Published on নভেম্বর 30, 2022
  • Details Image

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, এমপি।

সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে আবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদকে মনোনীত করা হয়।

অধিবেশন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, যুগ্ম -সাধারণ সম্পাদক আফছার আলী প্রাং, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক শেখ হাফিজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. মমতাজ বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মনি প্রমুখ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত