634
Published on নভেম্বর 29, 2022নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা শিল্পকলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গঠনমূলক জবাবের মাধ্যমে কাজ করে যেতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এই এম খায়রুল আনাম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহীদ উল্ল্যা খান সোহেল।