শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

459

Published on নভেম্বর 27, 2022
  • Details Image

আজ ২৭ নভেম্বর ঐতিহাসিক শহীদ ডাঃ মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডাঃ শামসুল আলম খান মিলন। তাঁর রক্ত দানের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয় এবং ছাত্র গণ -অভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে আজ ২৭ নভেম্বর সকাল ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টিএসসি চত্বরে শহীদ ডাঃ মিলনের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অপর্ন করেন।

এসময় কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত