কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডিএম একাডেমী ফুটবল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।
দুপুর ২টার দিকে সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন শফিক, সদস্য এ্যাড. সফুরা বেগম, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি চাষী এম এ করিম, সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশন শেষে জেলা পরিষদ ডাকবাংলোয় মঙ্গলবার দিবাগত রাতে এমপি আছলাম হোসেন সওদাগরকে সভাপতি, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।