চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

756

Published on নভেম্বর 23, 2022
  • Details Image

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মহাসমাবেশকে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৬টি থানা ৪৪টি  ওয়ার্ড ও ১২৯টি ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বর্ধিত সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভায় অভূতপূর্ব গণজাগরণ ঘটাতে হবে। বৃহত্তর চট্টগ্রামে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করেছেন। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর চট্টগ্রামের উন্নয়নের সব দায়িত্ব নিজের কাঁধে বহন করেছিলেন। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং ৪ ডিসেম্বর তিনি চট্টগ্রামবাসীকে নতুন করে আবার কী উপহার দিতে চান সেজন্য চট্টগ্রামবাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, ৪ ডিসেম্বর উৎসব মুখরিত পরিবেশে শুধু পলোগ্রাউন্ড ময়দান নয়, সারা চট্টগ্রাম নগরীকে জনসমুদ্রের জনতরঙ্গে উদ্বেলিত করে তুলতে নেতাকর্মীরা কাজ করছে। স্মরণকালের সর্ববৃহৎ জনসভা সফল করতে বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা হচ্ছে।

প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা সফল করার লক্ষ্যে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। তিনি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

 

সভায় ৪ ডিসেম্বর এর মহাসমাবেশকে মহা জনসমুদ্রে পরিণত করে সফল করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত