1038
Published on নভেম্বর 22, 2022কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাখাওয়াত হোসেন বকুল।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এমএ করিম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন- সম্মেলনের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, সহ-সভাপতি হামিদা বেগম, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আব্দুল আলিম, জেলা কমিটির শেখ বাবুল, আবুল কালাম আজাদ প্রমুখ।
সন্ধ্যার পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এমএ করিমের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটদের উদ্দেশ্যে প্রধান অতিথি মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, আপনারা যারা সভাপতি সম্পাদক হতে ইচ্ছুক তারা আমাদের কাছে সিভি জমা প্রদান করুন। বিস্তারিত বিশ্লেষণ ও মতামতপূর্বক সভাপতি সম্পাদকসহ উপজেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।
পরবর্তীতে উপজেলা ডাকবাংলোয় দীর্ঘ আলোচনা শেষে প্রধান অতিথি মো. সাখওয়াত হোসেন বকুল উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের মধ্যে আতাউর রহমান শেখকে সভাপতি ও আহাম্মদ আলী পোদ্দার রতনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটির নামের তালিকা প্রকাশ করেন। তিনি আগামী ২০ দিনের মধ্যে পুরো কমিটির নামের তালিকা করারও নির্দেশনা প্রদান করেন।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            