678
Published on নভেম্বর 22, 2022আগামী ২৪ নভেম্বরে যশোরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে আজ মাগুরায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আছাদুজ্জামান হলে অনুষ্ঠিত মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত এই কর্মীসভায় জেলা আওয়ামী লীগ থেকে ওয়ার্ড আওয়ামী লীগ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মাগুরাবাসী কৃতজ্ঞ। এই জনসভায় মাগুরা থেকে ১ লক্ষ লোক যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন সিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা ও এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা এমপি সভায় উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, যশোরে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা, শেখ হাসিনা শ্লোগানে ২৪ তারিখে মুখরিত করতে হবে। অন্য কোন ব্যক্তির নামে কোন শ্লোগ্নান না দেওয়ার অনুরোধ করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন বলেন, মির্জা ফখরুলরা মিথ্যাচার করছে , গুজব রটাচ্ছে। এই মির্জা ফখরুলদের নেতা হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল, আমাদের নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড মেরেছিল। বাংলাদেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত এই পরিশ্রমী সাংগঠনিক সম্পাদক আরো বলেন, তারেক জিয়া মানে হলো মানুষ হত্যাকারী, তারেক জিয়া মানে খাম্বা চোর, তারেক জিয়া মানে মায়ের কোল খালিকারী, তারেক জিয়া মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন।
এসময় তিনি তারেক গংকে রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
যে শেখ হাসিনা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন, সেই শেখ হাসিনার সমাবেশ ২৪ নভেম্বর সকলকে সফল করার অনুরোধ করেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম , যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ( দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগ) বলেন, ২৪ নভেম্বর যশোরে জাতির জনকের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শোনার জন্য এই অঞ্চলের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা দেখে ভালো লাগছে।
তিনি আরো বলেন, সকলকে মাথায় রাখতে হবে এদেশে যেন সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে । অশুভ শক্তিকে যদি দমন না করতে পারি তাহলে ওরা বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে।
পিতা- মাতা, ভাইদের, আত্বীয় স্বজন হারিয়ে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন যে মানুষটি, আগামী নির্বাচনে উন্নয়ন অব্যাহত রাখার জন্য সে মানুষটি শেখ হাসিনার নৌকায় সকলকে ভোট দেওয়ার আহবান জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর জাহাঙ্গীর কবীর নানক বলেন, মীর্জা ফখরুলরা মিথ্যাচার করতে মাঠে নেমেছে। এসময় তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান এবং নিজেই শ্লোগান দেন, চলো চলো- যশোর চলো, শেখ হাসিনার- সমাবেশ সফল করো।
জননেত্রী শেখ হাসিনার যশোর সফরকে সফল করতে খুলনা বিভাগের জেলায় জেলায় ঘুরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি সশরীরে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের সাথে কথা বলছেন ২৪ তারিখের জনসভা সফল করার জন্য। তার আগমনে উৎসাহ উদ্দীপনা বহুগুণে বেড়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতৃবৃন্দ।
মাগুরার আজকের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে শেখ হেলাল মাগুরার প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করেন। ২৪ তারিখের জনসভা সফল করে বিএনপির লাফালাফি বন্ধ করতে হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের এই অভিভাবক।