তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

497

Published on নভেম্বর 21, 2022
  • Details Image

কিশোরগঞ্জের ইটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নাজিউর রহমান তালেবকে আহ্বায়ক ও ইকবাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এর আগে দুপুরে একই জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২২ উপলক্ষে বর্ধিত সভা ও কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম শিকদার জয় এই সভার উদ্বোধন করেন। 

ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ূন কবির মুনীর।  

সভায় প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ  প্রতিষ্ঠার পর অন্যান্য উপজেলায় এই সংগঠনটির কমিটি থাকলেও ইটনায় কোন কমিটি ছিল না। এরপরও এ উপজেলার প্রত্যেক স্তরের নেতাকর্মীরা ছিলেন সুসংগঠিত। প্রতিটি জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কর্মসূচিতে তারা ছিলেন সক্রিয়।  দীর্ঘদিন পর এ উপজেলায় কমিটি দিতে পেরে তিনি আনন্দিত বলে জানান। তাদের সঠিক ও সুদক্ষ নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিট এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলায় কোন কমিটি না থাকার পরও তাদের মধ্যে শৃঙ্খলা এবং সংগঠনের প্রতি তাদের ভালোবাসার বহির্প্রকাশ দেখে আমার খুব ভাল লেগেছে। এই আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে উপজেলার ৯ টি ইউনিয়নের সম্মেলন শেষ করবে এবং পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিয়ে যাবেন বলে তিনি প্রত্যাশা করেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. আক্তারুজ্জামান খান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত