615
Published on নভেম্বর 21, 2022প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে ২২ই নভেম্বরের সম্মেলনকে সফল করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মাঠের পূর্ব পাশে মঞ্চ তৈরির কাজও অনেকটা শেষ পর্যায়ে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোড়ন। বর্ধিত সভা ও তৃণমূল প্রস্তুতি সভাসহ বর্ণাঢ্য আয়োজনের কর্মযজ্ঞে আর তদবির লবিংয়ে এখন ব্যস্ত রয়েছে সবাই। শীর্ষ দুই পদ (সভাপতি ও সম্পাদক) নিয়ে চলছে টানাটানি। প্রার্থী হয়েছেন অন্তত এক ডজন নেতা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন এ যাবৎকালের সেরা ও সুন্দর একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের প্রয়োজনে শীর্ষ পদে যাকেই পদায়িত করা হবে সকল প্রার্থী তা মেনে নিবে বলে জানান তিনি। সম্মেলনে তৃণমূলের নেতাদের মধ্যে থেকে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, সম্মেলনে উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি থাকবেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা থাকবেন শাহজাহান কামাল এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হারুনুর রশীদ, বেগম ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, আনোয়ার হোসেন খান এমপি। সম্মেলনকে সফল করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতার দাবী, স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে বলেও দাবি তাদের।