1788
Published on নভেম্বর 19, 2022পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিছুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না প্রমুখ।
কাউন্সিলকে সফল করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেয়।
দ্বিতীয় অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোশারফ হোসেন খান ও সাধারণ সম্পাদক হিসেবে আশুতোষ বেপারীর নাম ঘোষণা করা হয়।