968
Published on নভেম্বর 19, 2022নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রামু-কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হটাতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. আবু তালেব।
শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুহিদুল্লাহ ও ছাত্রলীগ নেতা নওশাদ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সংসদ সদস্য শামসুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ সহ সংশ্লিষ্টরা।