925
Published on নভেম্বর 19, 2022রাজশাহী জেলা আওয়ামী লীগের অদ্যকার বর্ধিত সভা নগরীর সাহেব বাজারস্থ মুনলাইট গার্ডেনে বেলা ১১.০০ ঘটিকা হতে ২.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং সার্বিক পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
বর্ধিত সভার প্রারম্ভে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ অন্তে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতদসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সন্মেলন-২০২২ সর্বাত্মকভাবে সফল এবং সার্থক করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত সহ চলমান রাজনীতি প্রসঙ্গ, সাংগঠনিক বিষয় এবং বিবিধ আলোচ্য বিষয়ে সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের আমন্ত্রণ গ্রহণপূর্বক অত্র বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ সহ জেলাধীন উপজেলা পরিষদ সমূহের আমন্ত্রিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ।
বক্তৃতাদানের ক্রমানুসারে আলোচ্যসূচিভুক্ত বিষয়সমূহের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বাবুল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ রেজওয়ানুল হক পিন্টু মোল্লা, রাজশাহী জেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল্লাহ খাঁন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রোকনুজ্জামান রিন্টু, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ আব্দুর রশিদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ মেয়র, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শহীদুজ্জামান শহীদ মেয়র, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ মর্জিনা পারভীন, রাজশাহী জেলা কৃষকলীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গিস শেলী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য রোকসানা মেহবুব চপলা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আয়েন উদ্দিন এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন নবাব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন-নেসা তালুকদার।
বর্ধিত সভার শেষপ্রান্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় সভায় বক্তৃতাদানকারী নেতৃবৃন্দের পক্ষ থেকে উত্থাপিত বক্তৃতার উত্তরে মূল্যবান সদুত্তরমূলক বক্তৃতা দান করেন। অতঃপর সভার সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরম করুণাময় স্রষ্টাকে স্মরণ পূর্বক সভার কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।