694
Published on নভেম্বর 18, 2022আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত দপ্তর উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর শুক্রবার বিকালে আওয়ামী লীগের দপ্তর উপকমিটির আহ্বায়ক ড. অনুপম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উপকমিটির সদস্য সচিব ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান সভাটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিত বক্তিতায় ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে। আমাদের সচিব সেখানে আছেন। একটা মামলা করতে হবে। এ কাজ কারা করেছে সেটা আমরা জানি। তদন্তের মাধ্যমে সব বের করা হবে।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, গোলাম রাব্বানি চিনু, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম এবং উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।