কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

669

Published on নভেম্বর 18, 2022
  • Details Image

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ডাক বাংলার মাঠে সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, কাজী মাজহারুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।

বাজিতপুর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, রুহুল আমিন খান ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি বছির উদ্দিন রিপন।

সম্মেলনে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন, জেলা যুবলীগ নেতা এডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

সম্মেলন সঞ্চালনায় বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন। বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত