478
Published on নভেম্বর 18, 2022শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুভারম্ভে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সম্মেলনের উদ্বোধন করেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আড়েং, শেরপুর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল প্রমুখ।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু যোগেন রায়।
বিকাল সাড়ে তিনটায় প্রথম অধিবেশন শেষে বিগত কমিটির বিলুপ্তি ঘোষণা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি।
ত্রি-বার্ষিক সম্মেলনে মোস্তফা কামালকে সভাপতি ও ওয়াজ কুরুনিকে সাধারণ সম্পাদক, এছাড়া সহ-সভাপতি ৯জন, যুগ্ম সম্পাদক ৩জন ও সাংগঠনিক সম্পাদক ৩জনের নাম ঘোষণা করে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে ডেলিকেট ও কাউন্সিলসহ অতিথিরা উপস্থিত ছিলেন।