470
Published on নভেম্বর 16, 2022বিএনপির অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। পদ্মা সেতু ঠেকাতে পারেনি। বলেছিল, জোড়াতালির পদ্মা সেতু, উপড়ে উঠলে ভেঙে পড়ে যাবে। এখন যে এদিক ওদিক যাতায়াত করেন শরম লাগেনা, লজ্জা লাগেনা! পদ্মা সেতু ঠেকাতে পারেনি। এখন জ্বালা হচ্ছে এটা।
পায়রা সেতু হয়ে গেছে, কুয়াকাটায় তিন সেতু হয়ে গেছে। ঢাকায় মেট্রোরেল তৈরী হয়ে আছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টালেন রেডি। এইসব দেখে ফখরুলের মন খারাপ। বিএনপি এখন অন্তর্জালায় মরছে।’বরগুনা জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে বরগুনার সার্কিট হাউজ ময়দানে দুপুর ১টায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলে, আমরা নাকি কাপুরুষ। সেই জন্য তাদের মামলা মোকদ্দমা দিয়েছি। কাপুরুষ কি আমরা নাকি বিএনপি। হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেম্পস নদীর পাড়ে, আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে। টাকা উড়ে আকাশে টাকা উড়ে বাতাসে।
ফখরুল টাকার বস্তার উপরে বসে আছে, দিতে দিতে খালি, এখন গলার জোরটা একটু কমে গেছে। এখন তিনি ডিফেন্সিভ মুডে আছে। এখন আর আক্রমনাত্মক গলার সূর নাই। বিএনপির ফাকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না, দুর্ণীতির বিরুদ্ধে খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে"।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী ওবায়েদুল কাদের বলেন, ‘আপনারা তৈরী থাকবেন, প্রস্তত থাকবেন। গোটা ডিসেম্বর মাস, পুরো বিজয়ের মাস আপনাদের মাঠে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক দেবেনে। আপনারা প্রস্তত থাকবেন। হাওয়া ভবনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে আন্দোলনে খেলা হবে।’
জেলা আওয়ামী লীগের কমিটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকে বরগুনা জেলা আওয়ামী লীগের একটি অংশ ঘোষণা করব। পরে পুর্নাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিবেন। সবাই এক হয়ে কাজ করব। তবে দলে দূর্নীতিবাজ, মাদকসেবীদের আশ্রয় দেবেন না।’
এর আগে সম্মেলনে বিশেষ অতিথি ও প্রধান বক্তা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাসিম বক্তব্যে বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ব্যহত করার অপচেষ্টা করা হলে জনগনকে সাথে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে। যারা বাংলাদেশের উন্নয়ণ অগ্রগতি ব্যহত করবে আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত ও মোকাবেলা করব। ’
এর আগে বেলা সোয়া এগারটায় বরগুনা জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
বেলা ১১টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু।
সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা সুলতানা প্রমুখ। এছাড়াও সম্মেলনে জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
পরে বিকেলে সার্কিট হাউজ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শেষে বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপিকে সভাপতি , জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব জাহাঙ্গীর কবীরকে সাধারণ সম্পাদক ও গোলাম সরোয়ার টুকুকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।