665
Published on নভেম্বর 16, 2022শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর) বুধবার দুপুরে শ্রীবরদী পৌরসভার সাতানী-শ্রীবরদী এলাকায় ধানের খুলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চান।
প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।