লক্ষীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

944

Published on নভেম্বর 12, 2022
  • Details Image

আগামী ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছ। সেখানে অর্ধ-লক্ষাধিক কর্মী জড়ো করার টার্গেট নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই সম্মেলনকে সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করা হয়েছে।

শনিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন নয়ন জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। এজন্য প্রত্যেক ইউনিয়ন কমিটিকে এক হাজার করে নেতাকর্মী নিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১৭ নভেম্বর জেলা স্টেডিয়ামে জেলার দুই হাজার দায়িত্বশীল নেতা নিয়ে প্রস্তুতি সভা করা হবে। সম্মেলন সফল করতে ছয়টি উপ-কমিটি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে উদ্বোধক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধান অতিথি হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ উপস্থিত থাকার কথা রয়েছে।

এসময় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের ৩০২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সভায় জেলায় ৫৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে লক্ষাধিক মানুষ জড়ো করার নির্দেশনা দেয়া হয়। পরে ২১ নভেম্বরের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সব নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন আয়োজকরা। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত