আজকের তরুণরাই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে: সজীব ওয়াজেদ

1196

Published on নভেম্বর 12, 2022
  • Details Image

আজকের তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার (১২ নভেম্বর) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আশাবাদ করেন।

সজীব ওয়াজেদ জয় মেধা ও পরিশ্রমের সমন্বয়ে উন্নত বাংলাদেশ নির্মাণে তরুণদের তাগিদ দিয়ে তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আত্মবিশ্বাস, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা থাকলে নিজের দেশের জন্য সবকিছু করা সম্ভব। বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান সমাধান করতে জানে, এটাই আমাদের অসাধারণ বাংলাদেশ।’

আগামীর বাংলাদেশে গর্ব হবে তরুণরা। আর তাই তাদের মধ্যে স্বাধীনতার চেতনা জরুরি বলেও মনে করেন সজীব ওয়াজেদ জয়।

শনিবার দুপুর ৩টায় শুরু হয় এই আয়োজনের পুরষ্কার বিতরণের মূল পর্ব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। চূড়ান্ত বিজয়ী দশ সংগঠন এবং আজীবন সম্মাননা পাওয়া দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ বিপু। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাই বাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

এর আগে, ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় এই অ্যাওয়ার্ডের জন্য শীর্ষ ২৮ মনোনীত সংগঠনের নাম। এই তালিকায় প্রকাশিত সকল সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

এ বছর পাঁচ ক্যাটাগরির প্রতিটিতে দু'টি করে ১০টি সংগঠনকে এ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও দেশের জন্য বিশেষ অবদান রাখায় তিনজনকে দেওয়া হবে 'লাইফ টাইম' জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

মানবিক কাজ ও সমাজে অবদানের জন্য দেশের সেরা যুব সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান 'জয় বাংলা’র অনুসারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এর প্রবর্তন করা হয়। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী অনেক সংগঠন এরইমধ্যে শিশু শান্তি পুরস্কার, ডায়না অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত