শহীদ নূর হোসেন স্মরণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

538

Published on নভেম্বর 10, 2022
  • Details Image

আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় পল্টন জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পল্টনের জিরো পয়েন্টে, স্বৈরাচার নিপাত যাক,
গনতন্ত্র মুক্তি পাক।

শ্লোগান লেখা বুকে নিয়ে আওয়ামী লীগ কর্মী নূর হোসেন  শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে মিছিলের অগ্রভাগে পুলিশের গুলিতে নিহত হন। তখন বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের গণতন্ত্রকামী আপামার জনতা। একপর্যায়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন গন অভ্যূত্থানে রুপ নেয়। গণতান্ত্রিক এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন স্বৈরাচার এরশাদ সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই দিনটিকে শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালন করে আসছে। সেই থেকে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সংগঠন ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালন করে।

শ্রদ্ধা নিবেদনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত