1401
Published on নভেম্বর 9, 2022আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিজয়ের মাস ডিসেম্বর। এই মাস আমাদের, এই মাস বীর মুক্তিযোদ্ধাদের। এই মাস বিএনপির পালিয়ে যাওয়ার মাস, আপনারা কীভাবে পালিয়ে যাবেন তার জন্য প্রস্তুত হন। এখানে খুনি ও সন্ত্রাসীদের রাজত্ব করতে দেওয়া হবে না।
বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশকে বিএনপি-জামায়াত-শিবির স্বাধীনতাবিরোধীদের দিয়ে অপবিত্র করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, তোমরা ভয় দেখাও আগামী ১০ ডিসেম্বর আমরা নাকি দেশ ছেড়ে পালিয়ে যাব, যাদের রেকর্ড মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া, চিকিৎসার নামে পালিয়ে যাওয়া, দুর্নীতির দায়ে বাংলাদেশকে যারা ডুবিয়ে দিয়েছিল, যারা অর্থ পাচারে রেকর্ড করেছিল, যারা দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীদের সঙ্গে আত্মার সম্পর্ক করেছিল, এই বাংলাদেশ সেই সন্ত্রাসীদের নয়, তাদের এদেশে ঠাঁই হবে না।
শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এম আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এমপি মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জাহান কল্পনা, এমপি গ্লোরিয়া সরকার ঝর্না, এমপি আমিরুল আলম মিলন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়র্দার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম হাকিম আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাড, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, মেয়র কাজী আশরাফুল আজম, নায়েব আলী জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবি কালু, স্বেচ্ছাসেব লীগ সভাপতি জুয়েল পার্ভেজ কর্নেল, যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা,উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকু, রানাউজ্জামান বাদশা, নাসিরুল ইসলাম খান, সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            