গাজীপুর পুবাইল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

744

Published on নভেম্বর 8, 2022
  • Details Image

গাজীপুর মহানগরীর পুবাইল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে।

পূবাইল আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সংগঠনের গাজীপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউল্লাহ মণ্ডল, গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আজিজুর রহমান শিরিষকে সভাপতি ও জাহিদ আল মামুনকে সাধারণ স¤পাদক করে পুবাইল থানা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত