টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

559

Published on নভেম্বর 7, 2022
  • Details Image

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ নেতাকর্মী ও মানুষের পদচারণায় সম্মেলন মহাসমাবেশে পরিণত হয়। সোমবার দুপুর ২ টায় টাঙ্গাইল স্টেডিয়ামে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য শাহজাহান খান এমপি, কামরুল ইসলাম এমপি ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য সানজিদা খানম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি ও মোহাম্মদ সাঈদ খোকন।

সকাল থেকেই জেলার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতা কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে সম্মেলন চত্বরে প্রবেশ করতে থাকে। নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারনায় বেলা আড়াটার মধ্যে পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরে উঠে। জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ স্টেডিয়ামের আশপাশ এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত