গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

409

Published on নভেম্বর 7, 2022
  • Details Image

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার পর বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছে। খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল। এখন আবার সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করে মাঠে নেমেছে বিএনপি। রাজাকার আলবদরের সন্তানরা আজ বিএনপি’র নেতৃত্ব দিচ্ছে।

শনিবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়ার কাছে সবচেয়ে উপেক্ষিত ছিল মুক্তিযোদ্ধারা। জিয়ার সময়ে সরকারি অফিসে মুক্তিযোদ্ধারা গেলে অফিস থেকে বের করে দেয়া হতো।

অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানের অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি বলেন, সারা বিশ্বে সংকট থাকলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে বাংলাদেশের গায়ে সংকটের ছোঁয়া লাগেনি। কিন্তু বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সেটা বলেন। সেই সুযোগে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকার করে মানুষকে কষ্ঠ দিতে চায়। বিএনপি সরকারে আসলে দেশে আগুন সন্ত্রাস হয়, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, দেশে মঙ্গা হয়, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়। বিএনপি বাংলা ভাইয়ের সৃষ্টি করে বাংলাদেশে জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছিল।

সম্মেলনের দ্বিতীয় পর্বে মহিউদ্দিন আহমেদ মহিকে সভাপতি এবং হাজী আদম আলীকে সাধারণ সম্পাদক করে নাম গাছা থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত