রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

915

Published on নভেম্বর 7, 2022
  • Details Image

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বিএনপি’র সমালোচনা করে বলেছেন, বিএনপি শুধু মিথ্যাচার করতে পারে। তারা ভণ্ড। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে ২৫ জনকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করে মানুষ খুন করে, তারা আবার সমাবেশের অনুমতি চায় কোন মুখে। 

তিনি আরও বলেন, যারা দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করে, তারা কথায় কথায় মানুষ হত্যা করে। তাদের মুখে মানবধিকারের কথা মানায় না। 

শনিবার দুপুরে জিলা স্কুল মাঠে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যত পারেন মিছিল মিটিং করেন নেন, ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণ জয়ন্ত্রী ও প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে যুবলীগের দখলে থাকবে রাজপথ। তখন দেখা যাবে কত ধানে কত চাল। কত আন্দোলন করতে পারেন তখন দেখা যাবে। 

এর আগে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ জিলা স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান এমপি, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। 

বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুন উর রশীদ মামুন। 

সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন ও লক্ষিণ চন্দ্র দাস। এরপরে রংপুর টাউনহলে সম্মেলনের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত