872
Published on নভেম্বর 5, 2022দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে সরব হতে বিএনপি যে সমাবেশ করছে তাকে `নাটক’ বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির এ আয়োজনকে ব্যঙ্গ করে তিনি বলেন, “বিএনপির সম্মেলনে কতজন লোক হয়েছে তা আমরা দেখেছি। কত রঙ্গ দেখাইলা রে জাদু; রং-বেরঙের নাটক।”
শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বরিশালে বিএনপির সমাবেশের মধ্যেই কুমিল্লায় আওয়ামী লীগের এ সম্মেলন হচ্ছে। বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এই সম্মেলনে কত লোক হয়েছে তার খবর নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান।
“এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।” মুক্তিযুদ্ধের মাস ডিসেম্বর আওয়ামী লীগের মাস- আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয়ী হয়েছি, এই ডিসেম্বরেও আমাদেরই বিজয় হবে। ডিসেম্বরে বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে। আগামী নির্বাচনে আমরাই শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের স্বর্ণদুয়ারে পৌঁছাবো।”
জিয়াউর রহমান ও তারেক জিয়ার সমালোচনা করে কাদের বলেন, “পাকিস্তানিরাও যেই সাহস করেনি সেটাই করেছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, জিয়া না চাইলে খুনিরা এতো সাহস পেতো না। জিয়াই ১৫ অগাস্টের খুনিদের পুরস্কৃত করেছেন, খুনিদের বিদেশী দূতাবাসে চাকরি দিয়েছেন।“
“ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে, ততই তারা নিজেরা মুছে গেছে এবং সংকুচিত হয়েছে। ১৫ অগাস্টের মাস্টারমাইন্ড ছিলেন জিয়া। তিনি খুনিদের বিচার প্রক্রিয়া বন্ধ করেছিলেন খুনি মোশতাকের সঙ্গে মিলে। আর জিয়াউর রহমানের দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানই হলেন ২১ আগস্টের মাস্টারমাইন্ড।”
ভোটে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে মন্তব্য করে তিনি আরও বলেন, “খেলা হবে, খেলা হবে, আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ভুয়া ভোটারদের বানানোর বিরুদ্ধে খেলা হবে।
“বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে, এই বিএনপি।” বিএনপির সাথে জনগণ নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, তারা যত চেঁচামেচিই করুক, যত সমাবেশ করুক। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে।” বলেন কাদের।
অনুষ্ঠানের সমাপনী পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে সভাপতি ও সিটি মেয়র আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কাউন্সিলরদের প্রস্তাবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।