668
Published on নভেম্বর 5, 2022দীর্ঘ ১০ বছর পর বরিশাল জেলার হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা মাঠে এই সম্মেলন শুরু হয়। এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল ।
নেতাকর্মীরা বেশিরভাগই বিভিন্ন রঙের টি–শার্ট ক্যাপ পরে সম্মেলনে এসেছেন। এ সম্মেলনে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা আশা শুরু করেন। বিভিন্ন বাজনা বাজিয়ে অনেক ইউনিয়নের নেতাকর্মীরা সম্মেলনে আসতে দেখা গেছে । দলীয় ও জাতীয় পতাকা, ও পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এম পি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান, গোলাম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।
প্রধান অতিথি বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীক জয়যুক্ত করে আবারো নির্বাচিত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আহ্বান করেন। নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে নির্বাচনে এক মুহূর্ত পর্যন্ত একসাথে কাজ করার আহ্বান জানান পিছনের সমস্ত কিছু ভুলে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করে বলেন সামনে আরো আওয়ামী লীগকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার আহবান করেন সকল নেতা কর্মীদের প্রতি। এবং এই সম্মেলন এর মাধ্যমে দলীয় শৃঙ্খলা বঙ্গের দায় যাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন।
এছাড়া সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাংগনিক সম্পাদক সাহাব আহমেদ, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।
কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশন হয় হিজলার সংহতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক ৭ জন মোট ১০ জনের নাম বরিশাল চলে যান জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার ইউনুস সভাপতি হিসেবে সুলতান মাহমুদ টিপু ও সাধারন সম্পাদক হিসেবে এনায়েত হোসেন হাওলাদারের নাম ঘোষণা করেন। এছাড়া সহ সভাপতি হিসেবে সদ্য সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন ও আব্দুল লতিফ খান, যুগ্ম সাধারন সম্পাদক পদে আলতাফ মাহমুদ দিপু এবং সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান সাইলুর লাম ঘোষনা করে আগামি ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।