668
Published on নভেম্বর 2, 2022গাজীপুর মহানগরের বাসন থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করে বাসন থানা আওয়ামী লীগ।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সরকার রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)।
বাসন থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, বৈধ সরকারের বিরদ্ধে সংবিধানকে লঙ্ঘন করে হুমকি দেয়, তাদেরকে ১১ ডিসেম্বর থেকে কথা বলারই সুযোগ দেওয়া হবে না। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালে আমরা আঙুল চুষবো না। কেউ যদি মনে করে আমরা আঙুল চুষবো, তাহলে তারা আহাম্মকের স্বর্গে বাস করেছে। আওয়ামী লীগ কচুপাতার পানি নয়, যে টোকা দিলেই পড়ে যাবে।
১০ ডিসেম্বরের পরে বর্তমান সরকারের পতন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিদেশি প্রভুদের কিছু আশ্বাসে আপনারা নর্তন-কুর্তন করছেন। যেসব বিদেশি প্রভুদের উসকানিতে আপনারা গাছে চড়েছেন, শেষে কিন্তু মই থাকবে না। আবার যদি বলেন ১০ ডিসেম্বরের পরে আওয়ামী লীগ সরকার থাকবে না, তাহলে ১১ তারিখ যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, সংবিধানকে লঙ্ঘন করেন, তাদের কথা বলারই সুযোগ দেওয়া হবে না। তাই কথাবার্তা হিসাব করে বলবেন। আমরাও বলে দিতে চাই, জনগণ যদি রুখে দাঁড়ায়, তাহলে আপনাদের যে পরিণতি হবে সেজন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার দায়ী থাকবে না।
এই ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এম পি), বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি (এমপি), শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাহাবুদ্দিন ফরাজী।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজমত উল্লাহ্ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ্ মন্ডল।
এছাড়াও গাজীপুর মহানগর ও বাসন থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক আব্দুল বারী বাসন থানা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। আবুল কাসেমকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফি, আমির হোসেন এবং রকিব সরকারকে নির্বাচিত করা হয়।