621
Published on নভেম্বর 2, 2022মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং রাজপথে শক্তি প্রদর্শন করতে নিয়মিত কর্মসূচি পালন ও উপজেলাগুলোতে দ্রুত কমিটি করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা নেতৃবৃন্দ ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।