চুয়াডাঙ্গায় সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

406

Published on নভেম্বর 1, 2022
  • Details Image

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সদর উপজেলা ও পৌর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।

সম্মেলনে বক্তরা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন তারা রিজার্ভ নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে। বৈশ্বিক সঙ্কটের পরও এখন ৩৬ বিলিয়ন ডলার রিজার্ভে রয়েছে। তাদের শাসনামলে ৩.৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। তারাই তো দেশকে গিলে খেয়েছিল। সুতরাং তাদের থেকে সাবধান। এখনই তাদের প্রতিহত করতে হবে। এজন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে।

যৌথভাবে সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু ও পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম। বিকেলে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের ৩৯২ জন ও পৌর আওয়ামী লীগের ২৫৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচন করেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত