573
Published on অক্টোবর 31, 2022বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার (২৯ অক্টোবর) তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনকে ঘিরে সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো স্কুল মাঠ। হাজার হাজার কর্মী সমর্থকের অংশগ্রহণে সম্মেলনকেন্দ্র জনসমুদ্রে পরিনত হয়।
বেলা এগারোটায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবির জমাদ্দারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. তৌফিকউজ্জামান তনুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু। এছাড়াও সম্মেলনে জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন।
দ্বিতীয় অধিবেশন বিকেল চারটায় শুরু হয়ে রাত আটটায় শেষ হয়। অধিবেশন শেষে পুনরায় সভাপতি পদে মো. রেজবি- উল-কবির জমাদ্দার, সাধারণ সম্পাদক পদে মো. তৌফিকউজ্জামান তনু ও সিনিয়র সহ-সভাপতি পদে মো. মনিরুজ্জামান মিন্টুকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দের সম্মুখে কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।