1160
Published on অক্টোবর 30, 2022কুমিল্লায় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকালে নগরীর কুমিল্লা টাউনহল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসারকে সভাপতি ও তারিকুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম বাবলু ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সম্মেলনে আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ৪ হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মিছিল নিয়ে ঢাকঢোল বাজিয়ে অংশগ্রহণ করেন।