নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

552

Published on অক্টোবর 26, 2022
  • Details Image

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ফৌজদারকে সভাপতি ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন নেতারা।

এর আগে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান।  

প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।  

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালীসহ অনেকে।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কমিটি ঘোষণা করা হয়। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত