575
Published on অক্টোবর 26, 2022বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ফৌজদারকে সভাপতি ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন নেতারা।
এর আগে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান।
প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালীসহ অনেকে।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কমিটি ঘোষণা করা হয়।