507
Published on অক্টোবর 23, 2022আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আমাদের পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পায়রা স্থলবন্দরসহ অসংখ্য উন্নয়ন হয়েছে। এগুলো বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিএনপির সময় পর পর পাঁচ বার দুর্নীতিতে এক নম্বর রাষ্ট্র ছিল বাংলাদেশ। এ বাংলাদেশ বিএনপির ব্যর্থতার কারণে ব্যর্থ বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয়েছিল।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল জলিল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিন।
হানিফ বলেন, ২০১৪ নির্বাচন আর ২০১৮ নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পরে আপনাদের ভাবতে হবে। এ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কী না। যতদিন আপনাদের (বিএনপির) দলের নেতা থাকবে দুর্নীতিবাজ তারেক ও খালেদা জিয়া, ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আপনাদের নিজেদের দলের লোকেরাই আপনাদের চোর বাটপার বলছে। তাই মানুষ আপনাদের ভোট দিবে না।
তিনি বলেন, ২০০৬ সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে ৩০টি সিটও পাবে না। ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ৩০ সিটের নিচে নিয়ে পার্লামেন্টে যেতে হয়েছে। এ দশের মানুষ তাকে শিক্ষা দিয়েছে।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে ১০ সিটের নিচে নিয়েই আছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেত্রী এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে বন্দী। শেখ হাসিনার মায়ার কারণে তিনি এখন বাসায় আছেন। নির্বাচন করার যোগ্যতা তার নাই। দুর্নীতির কারণে একজন কারাগারে আরেকজন পলাতক।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর প্রমুখ বক্তব্য রাখেন।