797
Published on অক্টোবর 23, 2022টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সম্মেলনের উদ্বোধক ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নূরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবরাং ইউনিয়ন চেয়ারম্যান নূর হোসেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মঈনুল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির, জেলা যুবলীগ নেতা মীর্জা ওবায়েদ রুমেল, টেকনাফ পৌর যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, পৌর কাউন্সিলর হোসেন আহমদ ও প্রমূখ। দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় যথাক্রমে আজিজুল হক মামুন ও মোহাম্মদ জামাল।