645
Published on অক্টোবর 23, 2022শুক্রবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে গ্রান্ড বলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘দ্যা মাইন্ড বিহাইন্ড দ্য মিরাকলস: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত এক যুগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন সেই বিষয়ে ডকুমেন্টরি প্রদর্শন ও বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভাপতিত্ব করেন দলের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান এম্বাসেডর জমির। সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।
এ সময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্যাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে ফ্রান্স, জার্মান, তুরস্ক, পাকিস্তান, কোরিয়া, ইতালি, চীন, স্পেন, অস্ট্রেলিয়াসহ বাংলাদেশে নিযুক্ত একাধিক দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এমন একটা দল তাদের সমাবেশের কথা শুনলে যদি কেউ ভয় পায়, বাস মালিকরা যদি বাস না চালায়, ড্রাইভার হেলপাররা যদি বাসে উঠতে না চায়, তাহলে আমরা কি করব? সরকার তো এটা বন্ধ করেনি, এই বিষয়ে সরকারের কোনো নির্দেশনা নাই। এখানে আমাদের কি করার আছে। এটা বাস মালিক-শ্রমিকদের নিজস্ব সিদ্ধান্ত।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাস মালিক-শ্রমিকরাও তো সরকার বিরোধী ধর্মঘট এবং অবরোধ করেছে। আসলে বিএনপির সমাবেশ নিয়ে তারা ভয় পেয়েছে, তাই তারা বাস বন্ধ রেখেছে। সরকারের এখানে কোনো হাত নাই। আমরা বিআরটিসিকে বাস বন্ধ রাখার কোনো নির্দেশ দেই নাই। বেসরকারি মালিকদের ওপর আমাদের কোনো হাত নাই এবং আমরা সেখানে হস্তক্ষেপও করি না।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর মাসে তারা রাজপথ দখল করবে, এটা তাদের রঙিন খোয়াব ছাড়া আর কিছুই না। এটা অচিরেই কর্পুরের মতো উড়ে যাবে।
ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বর এলে খোঁজই থাকবে না তাদের। তখন রাজপথ বিজয়ের চেতনায় উজ্জীবিত থাকবে। বিজয়ের মাসের যে চেতনা, বাংলাদেশ রাষ্ট্রের যে চেতনা সেই চেতনা বিএনপি ধারণ করে না। কাজেই ডিসেম্বর আমাদের মাস, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির মাস।