মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

802

Published on অক্টোবর 22, 2022
  • Details Image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তেলের দাম কিছুটা বেড়েছে, খাদ্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। আমরা হাওয়া ভবন দেখেছি, কিভাবে লুটপাট করেছে আমরা দেখেছি। তারা শুধু পকেট ভরেছে। কিভাবে গাড়ি পোড়ানো হয়েছে- আমরা ভুলে যাইনি। ষড়যন্ত্র করেই আবারো তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাটুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাহিদ মালেক বলেন, আমরা আর অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের জন্য জেল খেটেছেন জীবন দিয়েছেন। এই বিএনপি-জামায়াত জোট আজও তাকে স্বীকৃতি দেয় না। আজও তারা পাকিস্তানের স্বপ্ন দেখে। পাকিস্তানের কথা আজও তারা মনে মনে ভাবে। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার মানিকগঞ্জের সাটুরিয়ায় রাস্তা ঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, হাসপাতাল সবই উন্নয়ন করেছে। সাটুরিয়া আমার মায়ের দেশ, গত বছর আমার মা মারা গেছেন বলে মন্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন। 

স্কুলের খেলার মাঠে জনাকীর্ণ সম্মেলন অনুষ্ঠানে সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের মো. আব্দুল মান্নানকে সভাপতি ও মো. আতোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও গোলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক পিপি মো. আ. ছালাম, উপজেলা চেয়ারম্যান আ. মজিদ ফটো, আব্দুল ওয়াদুদ হোসেন বাবু, সদ্য বিজয়ী জেলা পরিষদ সদস্য আ. রাজ্জাক রাজ, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, আনোয়ার হোসেন পিন্টু, আ. রউফ, মো. রুহুল আমীন প্রমুখ।

এর আগে বিকাল থেকেই দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত