753
Published on অক্টোবর 20, 2022মাগুরা জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এ সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক লায়লা কানিজ বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শমি ও কেন্দ্রীয় সদস্য জাকিয়া সুলতানা নিপা।
এসময় অতিথিরা জানান, আওয়ামী লীগের মহিলা অঙ্গ সংগঠনগুলোকে যত সক্রিয় করা যাবে নির্বাচনে মহিলা ভোটারদের ভোট সংগ্রহে ততোটা সুবিধা হবে। এ জন্য আগামী নির্বাচনের আগে প্রতিটি সংগঠনের পাশাপাশ মহিলা অঙ্গ সংগঠনগুলো সক্রিয় করতে হবে।