842
Published on অক্টোবর 19, 2022জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলেতুন্নেছা মুজিব এর কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে ১৮ অক্টোবর সকাল ১১ টায় স্থানীয় মোজাম্মেল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার জীবনী ও উন্নয়ন বিষয়ক বই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।
পরে সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যলয়ে শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।