শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খাদ্য ও বস্ত্র বিতরণ

755

Published on অক্টোবর 18, 2022
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে শিশু কিশোরদের কবিতা, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এছাড়া এতিম ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ বলেন, আজ হয়তো শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতোই বাঙালির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন, বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন। তিনি বেঁচে থাকলে হয়তো তার কর্মের দ্বারা বাঙালি জাতির ইতিহাসে উজ্জল অবদান রাখতেন। কারন তার সেই শিশু বয়সে তার ব্যক্তিত্বের মাধ্যমেই তার প্রকাশ করেছিলেন। রাসেলের মধ্যে খুব ছোট বেলাতেই দেখা গিয়েছিল বঙ্গবন্ধুর মতোই মানবিক বোধ। সব মানুষসহ পশু পাখিদের জন্যও ছিলো তার অগাধ ভালোবাসা। সবার কাছে যেত, সবার সাথে মিশতো, বাড়িতে কাজের লোক সহ সবাইকে খুব সম্মান করতো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত