গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

920

Published on অক্টোবর 16, 2022
  • Details Image

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশকে অকার্যকর করতে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি আবোলতাবোল কথা বলছে। কিন্তু আওয়ামী লীগ কলাগাছ নয় যে, পিঠ ঘষতে এলে আরাম লাগবে। আওয়ামী লীগ হলো মান্দার গাছ, কেউ পিঠ ঘষতে এলে তারই চামড়া ছুলে যাবে। তাই বুঝে শুনে কথা বলবেন।

তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, 'তারা বিদেশি প্রভুদের ইঙ্গিতে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা যারা সহ্য করতে পারে না। তারা আজ ষড়যন্ত্রে লিপ্ত।'

১৫ অক্টোবর (শনিবার) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'জিয়াউর রহমান দেশে হত্যার রাজনীতি চালু করেছিলেন। তিনি যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। শুধু তাই নয়, তিনি বিমান বাহিনীর সাতশ'রও বেশি সদস্যকে খুন ও গুম করেছিলেন। আদালতের রায় ঘোষণার আগেই তিনি অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন। তার দালিলিক প্রমাণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে।'

শনিবার তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় কোনাবাড়ি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, দলের কেন্দ্রীয় আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াসসহ প্রমূখ। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ মু: আসাদ উল্লাহ।

কোনাবাড়ি থানা আওয়ামী লীগের এ সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থীদের নাম জমা দেওয়া হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত