570
Published on অক্টোবর 13, 2022জয়পুরহাটের কালাই উপজেলার সাধারণ জনগণের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে জনতার মুখোমুখি অনুষ্ঠানে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
প্রশ্নোত্তর পর্বে সর্বস্তরের জনগণ এলাকার শিক্ষা, রাস্তা-ঘাট, স্টেডিয়াম নির্মাণ, ভিজিএফ, ভিজিডি, টিআর-কাবিখা, মাদক, দুর্নীতি, অবসর ভাতা, পেনশন সংক্রান্ত নানা জটিল বিষয়ে এমপিকে প্রশ্ন করেন।
এমপি স্বপন তাৎক্ষণিকভাবে ওইসব প্রশ্নের জবাব দিয়ে সংকট সমাধানের ব্যাপারে জনতাকে আশ্বস্ত করে বলেন, সকল সমস্যার সমাধান একবারেই করা অসম্ভব। তবে খুব শিগগিরই কিছু কিছু সমস্যা দৃশ্যমান আকারে সমাধান করা হবে।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, কালাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, জয়পুরহাট পৌর সভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন উপস্থিত ছিলেন।