রাঙ্গামাটির কাউখালীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

584

Published on অক্টোবর 6, 2022
  • Details Image

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কাউখালী উপজেলা পরিষদ ময়দানে যুবলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য কায়ছার উদ্দিন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী,, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমূখ।

সম্মেলনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি পদে অভি মং চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দীন নির্বাচিত হন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত