738
Published on অক্টোবর 6, 2022তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন ও জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন লুৎফুল বারী বাবু, এ কে এম এনামুল বারী টুটুল, প্রভাষক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, মামুনুর রশিদ মামুন, রুহুল আমিন বাবুল, মোহাম্মদ আলী সিদ্দিক, এস এম শাহীন আলম, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, হাজ্বী আলাল, নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, ওবাইদুল হাসান প্রিন্স, রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, মশিউর রহমান মামুন ও আবদুল্লাহ আল নোমান।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু জাতির গৌরবের প্রতীক। কর্ণফুলী টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকারের উন্নয়ন ও অগ্রগতি স্তব্ধ করতে কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশ-বিদেশে মিথ্যাচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দেশবিরোধী চক্রান্ত মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সভায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেনকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।