818
Published on অক্টোবর 2, 2022চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম বরুমচড়া আখতারুজ্জমান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন হেলাল, আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোনায়েম খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।