উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৪৭টি মণ্ডপে দূর্গাপুজা হচ্ছে চট্টগ্রামের রাউজানে

849

Published on অক্টোবর 1, 2022
  • Details Image

রাউজান সংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজান সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জনপদ, এখানে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। এই উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল উৎসবে পার্বনে সামিল হয়। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজায় কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। বিএনপি জামাত শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন ও মঠ মন্দিরে হামলা করে সংখ্যালঘুদের আতংকে রাখার চেষ্টা করে শুধু ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। সামনে জাতীয় সংসদ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির উত্থান করতে পারে। এ ব্যাপারে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। রাউজানে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার পাঁচদিন আমি রাউজানে থাকবো। প্রতিটি পূজা মন্ডপে আমি যাওয়ার চেষ্টা করবো।

তিনি ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গঙ্গামন্দিরে আয়োজিত দ: রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা, বস্ত্র বিতরণ ও সরকারী ভগ্যপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার শফিউল্লাহ (পিপিএম),বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, সহকারী পুলিশ সুপার(রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) আনোয়ার হোসেন শামীম, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাব উদ্দিন আরিফ, রোকন উদ্দিন,বাবুল মিয়া,আব্দুল জব্বার সোহেল,উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ রাশেদ,নোয়াপাড়া ১নং ইউপি সদস্য তপন মল্লিক,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, উদয় দত্ত অর্ক।

রাউজান(দ:)উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন, দ: রাউজান পুজা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল বৈদ্য,সুজিত দাশ মিন্টু, খোকন চন্দ্র সেন, সিদ্ধার্থ চৌধুরী বাবু, শ্যামল বিশ্বাস ,
বটন মালাকার, প্রণব দাশ, সৈকত তালুকদার, চম্পক মিত্র, পিন্টু বিশ্বাস, এড. চট্টেশ্বর ভট্রাচার্য্য, রিনা দত্ত, সঞ্চিতা মল্লিক দত্ত, কাজল চক্রবর্তী প্রমুখ। এসময় জেলা উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দসহ স্থায়ীয় আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া পূজা উপলক্ষে তিন হাজার পূজার্থীকে বস্ত্র ও সরকার প্রদত্ত পূজার ভগ্যপণ্য বিতরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত